শহীদ সাংবাদিক তুরাবের আত্মত্যাগে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে মন্তব্য করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল তালুকদার বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তুরাবের আত্মত্যাগ জাতি সারাজীবন মনে রাখবে। তার আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রতিটি শহীদ আমাদের কাছে জাতীয় বীর। তাদের ত্যাগ ও সাহসিকতার দৃশ্য সারা বিশ্ব দেখেছে। তাদের আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জাগিয়েছে। দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, ফটো সাংবাদিকরাও এই আন্দোলনে সত্য তুলে ধরার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে।’
রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে অ্যাসোসিয়েশনের রাগীব আলী ফটো গ্যালারি হলরুমে আড্ডা ও চা চক্র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাবুল তালুকদার বলেন, ‘সিলেট শহরে পেশাগত দায়িত্ব পালনকালে সম্ভাবনাময় তরুণ ফটো সাংবাদিক এ টি এম তুরাবকে প্রকাশ্য দিবালোকে পুলিশ গুলি করে হত্যা করে এবং প্রায় শতাধিক ফটো সাংবাদিক এ আন্দোলনে গুরুতর আহত হয়েছে। সিলেটে পুলিশের গুলিতে নিহত ফটো সাংবাদিক তুরাবের এই ত্যাগ আমরা সারাজীবন মনে রাখব। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আত্ম-উৎসর্গকারী সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’
তিনি আরো বলেন, ‘অবিলম্বে শহীদ এ টি এম তুরাবের হত্যাকারীদের মধ্যে যারা এখনো আটক হয়নি। তাদের আটক করে শাস্তির আওতায় আনতে হবে।’
এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল তালুকদারকে সংবর্ধনা স্মারক ও অ্যাসোসিয়েশনের নিয়মিত প্রকাশনা ‘লেন্স’ প্রদান করেন সদস্যরা। আর বাবুল তালুকদার তার নিজের লেখা ‘নো কমেন্টস’ বই উপহার হিসেবে অ্যাসোসিয়েশনকে প্রদান করেন।
অনুষ্ঠান পরিচালনাকালে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবগুলো বিষয়ে কেন্দ্রীয় পরিষদে আলোচনা করে সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।
অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আড্ডা ও চা চক্র অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা। এতে আরো অংশ নেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, সদস্য মো: দুলাল হোসেন, শাহ কয়েস আহমদ, মামুন হাসান, নাজমুল কবির পাবেল, এ এইচ আরিফ, সদস্য এইচ এম শহীদুল ইসলাম, মামুন হোসেন, আব্দুল খালিক প্রমুখ।
বিসিবি কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের নামে গ্যালারির নামকরণের দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির কাছে গত ৬ জানুয়ারি স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি।
সেই সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী স্মারকলিপিটি গ্রহণ করে আশ্বাস প্রদান করেন গ্যালারি নামকরণের। তার প্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য শহীদ এ টি এম তুরাবের নামে গ্যালারি করায় অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সকল কর্মকতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।