ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদসহ দুই শহীদের কবরে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেছে ভাঙ্গা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে শহীদ আব্দুল আহাদের কবরে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আতিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: সেলিম মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর হোসেন, নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: আশরাফ শেখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে একই সময়ে ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আরেকটি দল জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের খালিদ হাসান সাইফুল্লাহর কবরে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন, ভাঙ্গা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ সদস্য আবদুল আহাদ ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার লাশ পিতৃভূমি ভাঙ্গার পুকুরিয়া গ্রামে এনে দাফন করা হয়।
অন্যদিকে ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ ১৮ জুলাই আজিমপুর সরকারি আবাসিক এলাকার রাস্তায় বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মারা গেলে নিজ গ্রামে তার লাশ দাফন করা হয়।