সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে রোববার বিকেলে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার
সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার |নয়া দিগন্ত

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩০) অর্ধনগ্ন লাশ উদ্ধার করাহয়েছে। পুলিশের ধারণা, অজ্ঞাত কেউ ওই নারীকে গলায় ধারালো অস্ত্রে আঘাত করে হত্যা করতে পারে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন জানান- অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনার পরপরই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও র‌্যাব ঘটনাস্থলে আসেন। এর আগে শনিবার রাতে কমিউনিটি সেন্টারের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানা থেকে কয়েক’শত গজ দূরত্বে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, গত ৫ আগস্টের পূর্বে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারটি ঢাকা জেলা পুলিশ তাদের ব্যারাক হিসেবে ব্যবহার করতেন। জুলাই-আগস্ট আন্দোলনের সময় ৫ আগস্ট সাভার মডেল থানাসহ পৌর কমিউটি সেন্টারটিও ক্ষতিগ্রস্থ হলে এখনো পৌর কমিউনিটি সেন্টারটি সংস্কার করা হয় নি। নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল।

ধারণা করা হচ্ছে কেউ তাকে অর্ধনগ্ন অবস্থায় খুন করে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।