ঝিনাইদহে সীমান্তবর্তী ছিন্নমূল ২শ’ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী অসহায় দুঃস্থ ২০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানবকল্যাণ সংস্থা’র উদ্যোগে এসব শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
ঝিনাইদহে সীমান্তবর্তী ছিন্নমূল ২শ’ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ঝিনাইদহে সীমান্তবর্তী ছিন্নমূল ২শ’ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ |নয়া দিগন্ত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী অসহায় দুঃস্থ ২০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানবকল্যাণ সংস্থা’র উদ্যোগে এসব শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী পেপুলবাড়িয়া গ্রামে এ আয়োজন করা হয়।

সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুল কাদের।

সংস্থাটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মো: হাসানুজ্জামান, মহেশপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুল কাদের বলেন, ‘সীমান্তবর্তী প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য সংস্থাটি সেবামূলক কাজ করে যাচ্ছে। সরকারিভাবে আমরাও নানা উদ্যোগ নিয়েছি। সীমান্ত মানব কল্যাণ সংস্থা স্বাস্থ্য সেবা, শিক্ষা ও অন্যান্য সেবামূলক কাজ চালিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’

Topics