মাদারীপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নিহত জান্নাত ওই এলাকার হাফেজ মুনশির মেয়ে।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল |নয়া দিগন্ত

মাদারীপুর সদরে অটোরিকশার ধাক্কায় জান্নাত (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার-সংলগ্ন বাওয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাত ওই এলাকার হাফেজ মুনশির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিহত শিশু জান্নাত তার বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এ সময় বাড়ির পাশের একটি গ্রামীণ সড়ক পার হওয়ার সময় হঠাৎ চলে আসা একটি অটোরিকশার ধাক্কায় গুরতর আহত হয় শিশু জান্নাত। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’