পোস্টাল বিডি অ্যাপে সিলেটের অর্ধলাখ প্রবাসীর নিবন্ধন

১৮ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার ৪৯ হাজার ৮০২ জন প্রবাসী ভোটার হতে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৪৪ হাজার ৭৭৯ জন ও মহিলা মাত্র পাঁচ হাজার ৩১ জন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নির্বাচনে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন  সিলেট বিভাগের অর্ধলাখ প্রবাসী
নির্বাচনে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন সিলেট বিভাগের অর্ধলাখ প্রবাসী |নয়া দিগন্ত গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ৩৫ দিনে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন সিলেট বিভাগের চার জেলার অর্ধলাখ প্রবাসী বাংলাদেশী।

সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। তবে সিলেট অঞ্চলের বিপুল পরিমাণ প্রবাসী বহির্বিশ্বে বসবাস করলেও সেই তুলনায় নিবন্ধন একেবারেই কম।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের ভোটাধিকারের লড়াইয়ের ইতিহাস দীর্ঘ। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। তবে সেই তুলনায় নিবন্ধনে আগ্রহ কম প্রবাসীদের।

সঠিক পরিসংখ্যান না থাকলেও সিলেট বিভাগের চার জেলার ১০-১২ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন বলে ধারণা করা হয়। কিন্তু সেই তুলনায় নিবন্ধন করেছেন মাত্র অল্প সংখ্যক প্রবাসী। যদিও পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা আর মাত্র দু’ দিন বাকি।

প্রবাসীরা বলছেন, নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া শুরু করলেও দূতাবাসগুলোর প্রযুক্তিগত সক্ষমতা না থাকা, প্রবাসীদের কর্মব্যস্ততাসহ নানা কারণে নিবন্ধন প্রক্রিয়া সেভাবে এগোচ্ছে না। তাদের উদ্ধুদ্ধ করতে ইসিরও তেমন উদ্যোগ নেই। ফলে ভোটার বাড়ছে না।

জানা গেছে, গত ১৮ নভেম্বর অনলাইনে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া চালু করে নির্বাচন কমিশন। বিগত এক মাস পাঁচ দিনে সিলেট অঞ্চলের প্রবাসীদের নিবন্ধনে তেমন সাড়া মেলেনি।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল বিডি অ্যাপে ভোটার হতে নিবন্ধন করতে পারবেন প্রবাসী বাংলাদেশীরা।

ইসির তথ্য বলছে, ১৮ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার ৪৯ হাজার ৮০২ জন প্রবাসী ভোটার হতে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৪৪ হাজার ৭৭৯ জন ও মহিলা মাত্র পাঁচ হাজার ৩১ জন।

ইসির তথ্য মতে, সিলেট জেলায় সর্বোচ্চ নিবন্ধন করেছেন ২৪ হাজার ৮৩ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ২১ হাজার ৭৯ জন ও মহিলা তিন হাজার চারজন। দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধন করেছেন মৌলভীবাজার জেলার প্রবাসীরা। এ জেলায় মোট নিবন্ধন করেছেন ১২ হাজার ৩৮৮ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৩০৬ জন ও মহিলা এক হাজার ৮২ জন।

নিবন্ধনের দিক থেকে তারপরেই রয়েছে বিভাগের আরেক জেলা সুনামগঞ্জ। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ছয় হাজার ৯৩৫ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ছয় হাজার ৪৩১ জন ও মহিলা ৫০৪ জন। সবচেয়ে কম নিবন্ধন করেছেন হবিগঞ্জ জেলার প্রবাসীরা। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ছয় হাজার ৩৯৬ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ পাঁচ হাজার ৯৫৫ জন ও মহিলা ৪৪১ জন।