চব্বিশ শত শ্রমিক পরিবারে গোশত বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী শাখা। প্রতি বছরের মতো এ বছরও চট্টগ্রাম নগরে অবস্থানরত গরিব-অসহায় শ্রমিক পরিবারে কোরবানির গোশত উপহার পাঠানোর ব্যাপক কার্যক্রম হাতে নেয় ফেডারেশন। তারই অংশ হিসেবে তিন দিনব্যাপী গোশত বিতরণ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
এতে আরো বলা হয়, প্রতি বছর ঈদুল আজহার সময় ফেডারেশন তিনভাবে গোশত সংগ্রহ করে শ্রমিক পরিবারে বিতরণ করে থাকে :
১. কোররবানিদাতার কাছ থেকে কোরবানির প্রাণী সংগ্রহ করে ফেডারেশনের ব্যবস্থাপনায় কোরবানি করে গোশত বিতরণ।
২. কোরবানিদাতা সুধী-শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের কাছ থেকে কোরবানির গোশত সংগ্রহ করে বিতরণ।
৩. দানশীল বিভিন্ন ব্যক্তির দান-সদাকা একত্রিত করে গরু-ছাগল জবাই করে গোশত বিতরণ।
উপর্যুক্ত পদ্ধতিতে এ বছরও বিপুল পরিমাণ গোশত সংগ্রহ করে সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করেছে ফেডারেশন। গোশত বিতরণের কাজ সম্পন্ন হওয়ায় ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান সম্মানিত দাতা, নেতাকর্মী ও শ্রমিকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি ও আপনাদের সহযোগিতায় আমরা প্রায় ২ হাজার ৪০০ অসহায় ও দরিদ্র শ্রমিক পরিবারে কোরবানির গোশত বিতরণ করতে সমর্থ হয়েছি। শ্রমিকদের ঘরে ঘরে ও বাসা-বাড়িতে গিয়ে গোশত পৌঁছে দেয়া হয়েছে। আমাদের ওপর আস্থা রাখায় আমরা সম্মানিত দাতাদের প্রতি শুকরিয়া জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি এই ঈদের দিনেও গোশত বিতরণ ব্যবস্থাপনায় সময় দেয়া নেতাকর্মীদের।’
গোশত বিতরণ কার্যক্রমের ব্যবস্থাপনায় ছিলেন ফেডারেশনের মহানগরী সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, অর্থ সম্পাদক মো: নুরুন্নবী, দফতর সম্পাদক স ম শামীম, মহানগরীর কার্যনির্বাহী সদস্যরা এবং বিভিন্ন থানা ও সেক্টরের সভাপতি- সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।