সিলেটে পাঁচ পীরের মাজার এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জিন্দাবাজারের পাঁচ পীরের মাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জিন্দাবাজারের পাঁচ পীরের মাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা পাঁচ পীরের মাজারের ভেতরে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জিন্দাবাজার এলাকার পাঁচ পীরের মাজারের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।