বরগুনার বামনা উপজেলায় দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বামনা প্রেসক্লাব মিলনায়তনে নয়া দিগন্ত পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি আবু নাসের গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও উপজেলা সংবাদদাতা মো: জহিরুল আলম রুমির সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকীটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। পরে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বিশিষ্ট শিল্পপতি রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ মানসুরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ আলোচনায় অনুষ্ঠানে দৃঢ় কণ্ঠে বলেন, নয়া দিগন্ত পত্রিকা একুশ পূর্ণ করে বাইশ বছরে পদার্পণ করল আজ। যা জাতীয় জীবনে ঘটেছে অভাবনীয় ঘটনা, স্বৈরাচারের পতনের পর দেশ গণতান্ত্রিক ধারায় ধাবমান। অবাধ ও মুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলনে একটি নির্বাচিত সরকার গঠিত হবে। দেশের এহেন প্রেক্ষাপটে নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত গুরুত্ব তাৎপর্যপূর্ণ আমাদের জন্য যেমন, তেমনি জাতীয় জীবনেও।



