ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে ৫০ কেজি গাঁজাসহ নাছির মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার গভীর রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাশানী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার নাছির মিয়া ওই গ্রামের খালেক মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব সদস্যরা মিরাশানী গ্রামের আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালিয়ে নাছির মিয়াকে আটক করে। পরে তার টিনসেড ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার নাছির মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।