ঢাকায় অবস্থানরত ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানের ভোটারদের সাথে দুই দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পরিচালনা করেছেন ভোলা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মো: ফজলুল করিম।
শনিবার (৬ ডিসেম্বর) যাত্রাবাড়ীর টাইলস মার্কেট ও বাংলামোটরের বিভিন্ন দোকানে বোরহানউদ্দিন-দৌলতখানের ব্যবসায়ী, মালিক ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতের এ প্রার্থী।
এ সময় তেজগাঁও ট্রাক টার্মিনালে গণসংযোগকালে মালিক ও কর্মচারী সমিতির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এর আগে শুক্রবার জুমার নামাজের আগে তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান বাইতুর রহমান জামে মসজিদে বিপুলসংখ্যক মুসল্লির সামনে কোরআন-হাদিসের বয়ান করেন। নামাজ শেষে উপস্থিত বোরহানউদ্দিন ও দৌলতখান এলাকার ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত শোনেন।
পরে দুপুর থেকে মাগরিব পর্যন্ত তিনি মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং বাদ মাগরিব বছিলা গার্ডেনশিপ কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ বোরহানউদ্দিন-দৌলতখান ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই উপজেলার অনেক মানুষ সমবেত হন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফজলুল করিম বলেন, ’আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হলে শুধু শহরে নয় গ্রামে গিয়েও কাজ করতে হবে। আপনারা ভোটের আগে গ্রামে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তুলুন। ইনশাআল্লাহ ফলাফল আমাদের পক্ষেই আসবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-২ আসন কমিটির পরিচালক মাওলানা মাকছুদুর রহমান বলেন, ’আজকের গণজোয়ার প্রমাণ করে দাঁড়িপাল্লার বিজয় অনিবার্য। বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
আসন কমিটির সদস্য সচিব মাওলানা হাসান তারেক বলেন, ‘দেশে শান্তি ফিরে পেতে ইসলামের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিন।’
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হেলাল উদ্দিন রুবেল, কুতুবা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল করীম, ঢাকাস্থ বোরহানউদ্দিন ফোরামের নেতা মো: শহিদুল্লাহ ও সাইফুল্লাহ সেলিম।
দুই দিনব্যাপী এ গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে ঢাকায় অবস্থানরত বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।



