লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা এলাকায় লাশটি পাওয়া যায়।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল-ঢাকা রেললাইনের লোহাগড়া এলাকার কালনা-কামঠানা এলাকায় রোববার বিকেলে অজ্ঞাত এক যুবককে রেললাইনে বসে থাকতে দেখেন স্থানীয়রা। এর কিছুসময় পর বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন সেখান দিয়ে চলে যায়। এরপর রেললাইনের পাশে ওই যুবকের রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি হেফাজতে নেয়। রক্তাক্ত ওই যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তার গায়ে নিল রঙের টি-শার্ট ও পরনে জিন্সের প্যান্ট আছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি এটি নিছক দুর্ঘটনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রেলওয়ের জায়গাতে হওয়ায় যশোর রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেবো।’