মেঘনা নদীর আতঙ্ক লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৈকত গ্রেফতার

লালু বাহিনী প্রতিনিয়ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী ও শাখা নদীতে চালাচ্ছেন নানা তান্ডব।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Gazaria
গ্রেফতার তরিকুল রহমান সৈকত
গ্রেফতার তরিকুল রহমান সৈকত |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের আলোচিত লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলাসহ ১০ মামলার আসামি তরিকুর রহমান সৈকতকে (২৮) আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেংগারচর ইউনিয়নের ভাটেরচর এলাকার নতুন রাস্তার শফিকের মোটরসাইকেল গ্যারেজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০ মামলার আসামি তরিকুল রহমান সৈকত (২৮) গ্রেফতার করা হয়।

সৈকত গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার (ওসি) মো: আনোয়ার আলম আজাদ।

লালু বাহিনী প্রতিনিয়ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী ও শাখা নদীতে চালাচ্ছেন নানা তান্ডব। নদীপথে চাঁদা, অবৈধ বালু বিক্রি, ডাকাতিসহ নদী এবং স্থলে চলে কিছুদিন পরপর আধিপত্য বিস্তারে গুলাগুলি, মারামারি, অগ্নিসংযোগের মতো ঘটনা।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার আলম আজাদ বলেন, ‘লালু বাহিনীর বিরুদ্ধে মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটা, নদী ও স্থল পথে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো একাধিক অভিযোগে মামলা রয়েছে। সৈকতের বিরুদ্ধে ১০ মামলা থাকলেও ৪ টি থানা রয়েছে। বাকি মামলাগুলো কোর্টে বিচারাধীন।