দিনাজপুরে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

মৃত রানা ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকাv ওবায়দুলের ছেলে বলে জানা গেছে।

জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর)

Location :

Dinajpur
পুকুর থেকে লাশ উদ্ধার
পুকুর থেকে লাশ উদ্ধার |নয়া দিগন্ত

দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে রানা ইসলাম (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল ৬টার দিকে ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকায় বাড়ির পাশের মোকসেদুলের পুকুরে রানার লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।

মৃত রানা ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকাv ওবায়দুলের ছেলে বলে জানা গেছে।

পরিবার জানায়, গত শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সাথে মাছ ধরে বাসায় ফেরে রানা। এরপর গোসল করতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি। রোববার সকালে পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়, পরে পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখা যায়।

রানার বাবা ওবায়দুল বলেন, ‘স্ত্রী বলেছিল রানা গোসলে গিয়েছে, কিন্তু সে আর ফিরে আসেনি। স্বজন, বন্ধুদের বাসায় এবং পুকুরে অনেক খুঁজেও পাইনি। সকালে চোখের সামনে ছেলের লাশ ভেসে উঠতে দেখি।’

এলাকাবাসী বলেন, যেই পুকুরে রানার লাশ পাওয়া গেছে সেখানে কোমর পর্যন্ত পানি ছিল এবং রানা সাঁতার জানতো। তাদের দাবি, এই মৃত্যু রহস্যজনক।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্তের পর আইনিব্যবস্থা নেয়া হবে।’