টাঙ্গুয়ায় পর্যটকবাহী নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু

হাওরে মা-বাবা সাথে ঘুরতে এসে পর্যটকবাহী নৌকা থেকে পানিতে পড়ে মাসুমের মৃত্যু হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
শিশুটির লাশ উদ্ধার করা হয়
শিশুটির লাশ উদ্ধার করা হয় |নয়া দিগন্ত

সুনামগঞ্জ তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে মা-বাবা সাথে ঘুরতে এসে পর্যটকবাহী নৌকা থেকে পানিতে পড়ে মাসুম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুম সিলেটের শেখ ঘাট এলাকার কবির আহমেদের ছেলে বলে জানা গেছে।

নৌকা থেকে পড়ে গেলে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাহিরপুর স্টেশন অফিসার মো: ফরিদ হোসেনের নেতৃত্ব ডুবুরি দল বিকেল সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।