‘তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর কোনো বিকল্প নেই’ জানিয়ে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘ঘোষিত কর্মসূচির মধ্যেই দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।’
রোববার ( ৫ অক্টোবর) দুপুরে রংপুরের ডিসির মাধ্যমে পানি সম্পদ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়ার পরে তিনি এ কথা বলেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পানি সম্পদ উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে তিস্তা নদীর রক্ষা আন্দোলন।
এ সময় দুলুর সাথে ছিলেন রংপুর মহানগর সমন্বয়কারী ও বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুক, জেলা সমন্বয়কারী ও জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুর নবী ডন সমন্বয়কারী ও জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ নেতৃবৃন্দ।
এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করে ডিসি অফিসের বটতলা থেকে পদযাত্রা নিয়ে ডিসি ক্যাম্পাসে উপস্থিত হন হাজার হাজার মানুষ। পরে নেতৃবৃন্দ ডিসির মাধ্যমে স্মারকলিপি দেন।
স্মারকলিপি প্রদান শেষে আসাদুল হাবিব দুলু বলেন, আগামী বছরের জানুয়ারি মাসে তিস্তা মহা পরিকল্পনা কাজ শুরুর যে ঘোষণা দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা। সেটি বাংলাদেশের বর্তমান বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ নির্বাচনী তফসিল ঘোষণা হলে এই সরকার আর কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবেন না। সে কারণেই নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে দাবি জানান তিনি।
তিনি বলেন, রংপুর বিভাগের দুই কোটি মানুষের জীবন-জীবিকা প্রাণ প্রকৃতি বাঁচাতে হলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর কোনো বিকল্প নেই। ঘোষিত কর্মসূচির মধ্যেই দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।’
একই দাবিতে ৯ অক্টোবর উপজেলা পর্যায়ে গণ মিছিল এবং ১৬ অক্টোবর তিস্তা তীরের এগারটি উপজেলায় মশাল প্রজ্বলন করবে সংগঠনটি।