কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জাহাঙ্গীর হুসাইনকে সভাপতি, মুফতি যোবায়েরকে সাধারণ সম্পাদক ও মুফতী শফিকুল ইসলাম হবগঞ্জীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরফরদী জামেউল উলুম মাদরাসায় গোপন ব্যালটের মাধ্যমে হেফাজতের নেতাদের ভোটে তারা নির্বাচিত হন।
পাকুন্দিয়া সদর ঈদ্গাহ ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতী খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দীয় কমিটির নায়েবে আমির, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশীদ, সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান খানসহ জেলা এবং উপজেলার অর্ধশত নেতাকর্মী ও পাঁচশতাধিক ভোটার।
হেফাজতের নেতারা জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেল ৩টা থেকে হেফাজতের পাকুন্দিয়া উপজেলা কমিটি গঠন করার লক্ষ্যে চরফরাদী জামেউল উলুম মাদরাসায় নেতাকর্মীরা জড়ো হন। ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার লক্ষ্যে তারা কয়েকদিন আগে থেকে কাজ শুরু করেন। যেহেতু বড় তিনটি পদে একাধিক প্রার্থী রয়েছে তাই গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক- এই তিনটি পদে প্রার্থী নির্বাচন করা হয়। প্রায় পাঁচশতাধিক ভোটার উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তারা।