মাদারীপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
নয়া দিগন্ত

মাদারীপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের আরেক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হলে ২০ মিনিট পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশের সদস্যরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।