ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা বলেছেন, ‘সবার সহযোগিতায় আমরা একটি ভালো নির্বাচন করতে চাই। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।’
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে পাকুন্দিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পাকুন্দিয়া উপজেলা প্রশাসন দ্বারা আয়োজিত এক মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ‘এবারের নির্বাচন হবে একটা ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে। যেখানে একজন ভোটার একসাথে দুটি ব্যালটে ভোট দিবেন। একটি হলো গণতান্ত্রিক সরকার গঠনের পক্ষে ভোট অপরটি হলো গণভোট। আর এ বিষয়ে নির্বাচনে সংশ্লিষ্ট অফিসাররা সাধারণ ভোটারদের অবহিত করতে হবে।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখন থেকে নির্বাচন পর্যন্ত সকল সরকারি-বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচন কমিশনের অধীনে চলে গেছে। সকল সরকারি কর্মকর্তাদের নির্বাচন পর্যন্ত সব ধরনের ছুটিও বাতিল করা হয়েছে। বিশেষ কোনো কারণে ছুটি নিতে চাইলে নির্বাচন কমিশন থেকে নিতে হবে।’
এছাড়া নির্বাচনী কেন্দ্রগুলোকে মেরামত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত কেন্দ্রগুলোতে যেতে পারে সেজন্য কেন্দ্রে প্রবেশের রাস্তাগুলো জরুরি ভিত্তিতে মেরামত করার নির্দেশ দেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাসের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: নূর-এ-আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে-ই-আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী প্রমুখ।



