কমলগঞ্জের ঐতিহ্যবাহী ছয়চিড়ি দিঘীর পাড়ে চড়ক পূজা ও মেলা শুরু সোমবার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিড়ি দিঘীর পাড়ে সোমবার ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা শুরু হচ্ছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
কমলগঞ্জের ঐতিহ্যবাহী ছয়চিড়ি দিঘীর পাড়ে চড়ক পূজা
কমলগঞ্জের ঐতিহ্যবাহী ছয়চিড়ি দিঘীর পাড়ে চড়ক পূজা |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিড়ি দিঘীর পাড়ে সোমবার (১৪ এপ্রিল) ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা শুরু হচ্ছে। প্রায় দু’শত বছরের বেশি সময় ধরে অনুষ্ঠিত এ চড়ক পূজাকে ঘিরে ছয়চিড়িসহ আশেপাশের এলাকার মানুষের মধ্যে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।

রোববার (১৩ এপ্রিল) রাতে কালীপূজা ও অগ্নিকুন্ডে বাদ্যযন্ত্রের ধ্বনি নৃত্যগীতিসহ শিবকালী নৃত্য অনুষ্ঠিত হবে।

দু’দিনব্যাপী এ চড়ক পূজা ও মেলা শেষ হবে আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার। ঐতিহ্যবাহী এই চড়ক উৎসব দেখতে দেশের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার মানুষের ঢল নামবে এদিন।

হিন্দু ধর্মীয় পঞ্জিকা মতে প্রতি বছর চৈত্র সংক্রান্তি দিন এ পূজা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।

জানা যায়, চড়ক পূজা শুরুর ১০/১২ দিন আগে থেকে বিভিন্ন এলাকার পূজারিদের মধ্যে ৪০/৫০ জন সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে শিব-গৌরীসহ নৃত্যগীত সহকারে ভিক্ষায় অংশ নেন। একদিন তারা পবিত্রতার সহিত সন্যাস ব্রত পালন করেন। এসময় তার নিরামিষ ভোজনসহ সারাদিন উপবাস পালন করেন। চড়ক পূজার দু’দিন আগে পূজারিরা শ্মশানে গিয়ে পূজা অর্চনা করেন ও শেষে গৌরীর বিয়ে, গৌরী নাচ ও বিভিন্ন গান গেয়ে এবং ঢাকের বাজনায় সরগরম করেন গোটা এলাকা।

এসময় দর্শনার্থীরা জয়ধ্বনি এবং নারীরা উলুধ্বনি দিতে থাকেন। জ্বলন্ত আগুনের মধ্যে ‘কালীনাচ’ এবং তান্ত্রিক মন্ত্র দিয়ে সাতটি বলিছেদের (লম্বা দা) ওপর শিব শয্যা সবার কাছে খুব আকর্ষণীয়।

সোমবার দুপুর থেকে নারী পুরুষ দর্শনার্থীর বিশাল সমাগম ঘটবে বলে আশা করছেন চড়কপূজা উদযাপন কমিটি। মঙ্গলবার ফের চড়ক পূজা অনুষ্ঠিত হবে। ওই দিন দেবতার পূজা অর্চনা করা হবে। ঐতিহ্যবাহী ছয়চিরি দিঘীর চার পাড়ের মধ্যে দিঘীর পূর্বপাড়ে একটি, উত্তর পাড়ে একটি এবং দক্ষিণ পাড়ে দু’টি চড়ক গাছ স্থাপন করে পূজা অনুষ্ঠিত হবে।

তান্ত্রিক মন্ত্রের ধারা বিভিন্ন অলৌকিক ধর্মীয় কর্মসূচি উপভোগ করার জন্য প্রতি বছরের মত এবারো দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে দর্শনার্থীর উপস্থিতি ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। চড়ক পূজা উপলক্ষে এক বিশাল মেলা বসবে। মেলায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন রকমারী জিনিসপত্রের সয়লাব থাকবে এদিন।