শ্রীপুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Sripur
শ্রীপুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
শ্রীপুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান |নয়া দিগন্ত

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজাবাড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৯ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর পতাকাতলে শামিল হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজাবাড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াকিল হোসেন। সঞ্চালনা করেন রাজাবাড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আল আমিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই ঐতিহাসিক যোগদান প্রমাণ করে, জামায়াতে ইসলামী এখন সব ধর্ম বর্ণের মানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে উঠছে। আমরা মানুষকে সেবা দিতে এসেছি, বিভাজন নয় একতার বার্তা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এ সময় বক্তারা বলেন, এই নতুন কর্মীদের অন্তর্ভুক্তি জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করবে। আমরা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি নতুনদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ সম্পর্কে তাদের অবগত করেন।

অনুষ্ঠান শেষে আ: সাত্তারকে সভাপতি ও আনছার আলীকে সাধারণ সম্পাদক করে দলজোড় গ্রামে জামায়াতে ইসলামীর ৯নম্বর ওয়ার্ডে ৩৯ সদস্য বিশিষ্ট গ্রাম কমিটি গঠন করা হয়।