নাটোরের বড়াইগ্রামে সরকারী খাল দখল করে পুকুর খননের প্রতিবাদে ও চারটি বিলের প্রায় আড়াই হাজার বিঘা ফসলী জমিতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ সোমবার উপজেলার উপলশহর উচ্চ বিদ্যালয়ের সামনে ফিডার সড়কের উভয় পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক লুৎফর রহমান, সাবেক স্কুল শিক্ষক মোহাম্মদ আলী, সাবেক সেনা সদস্য কাজিম উদ্দিন, শহীদুল ইসলাম মাখন, কৃষক আব্দুর রাজ্জাক ও আলম হোসেন।
বক্তারা বলেন, উপলশহরসহ আশপাশের কয়েকটি বিলের পানি নিষ্কাশনের জন্য প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি খাল রয়েছে। কিন্তু খালের মুখে উপলশহর বাবুপাড়ায় কিছু ব্যাক্তি মালিকানা জমি থাকার সুযোগে প্রায় ১০ বছর আগে ওই জমিসহ সরকারি খাল দখল করে পুকুর কাটা হয়েছে। ফলে উপলশহর, লক্ষ্মীপুর, বিনোদশাহ, বিনোদপুর ও বিষ্ণপুরসহ আশেপাশের কয়েকটি বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গত ১০ বছর ধরে এসব বিলের প্রায় আড়াই হাজার বিঘা জমিতে কোনো ফসল হচ্ছে না।
এছাড়া স্কুল, রাস্তাঘাটসহ বিল পাড়ের বেশির ভাগ বাড়িতেই এক হাঁটু পানি জমে। তাই এসব এলাকার কৃষকদের বাঁচাতে অবিলম্বে সরকারী খাল উদ্ধারসহ প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।