নেত্রকোনার কেন্দুয়ায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাহমুদা নুর নিধি (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিধি উপজেলার মাসকা গ্রামের আলম মিয়ার মেয়ে। সে মাসকা ইকরা বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
মৃত শিশুর বাবা আলম মিয়া বলেন, ‘নিধি আমার মেয়ে। প্রতিদিনের মতো সে মাদরাসা সংলগ্ন জলাশয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।’