নীলফামারী পৌরসভার কর্মীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে কর্মীদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
বাইসাইকেল হস্তান্তর করা হচ্ছে
বাইসাইকেল হস্তান্তর করা হচ্ছে |নয়া দিগন্ত

নীলফামারী পৌরসভার চার শাখার ১০ জন কর্মীকে একটি করে বাইসাইকেল দেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে কর্মীদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক সাইদুল ইসলাম জানান, ‘কর্মীদের যাতায়াতের সুবিধা এবং পৌরসভার কাজে গতি বাড়ানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। কর, পানি সরবরাহ, প্রকৌশল ও স্বাস্থ্য শাখার ১০ জনের মাঝে একটি করে বাইসাইকেল দেয়া হয়।’