লালমনিরহাটের পাটগ্রামে সারের কৃত্রিম সঙ্কট ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার (২৩ অক্টোবর) বিকেলে পৌর শহরের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা ও পৌর শাখা।
উপজেলা আমির হাফেজ শোয়াইব আহমেদের সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটগ্রাম হাতীবান্ধা আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
সাবেক জেলা আমির অধ্যাপক আতাউর রহমান সাবেক উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ পৌর আমির সোহেল রানা উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন।
সমাবেশে রাজু বলেন দেশে মোট ভুট্টা চাহিদার এক সিংহ ভাগ পাটগ্রাম হাতীবান্ধা থেকে পুরণ করা হয় কিন্তু সরকার কৃষকের চাহিদা মাফিক সার সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। এখানে টিএসপির বরাদ্দ তিনশত পচাত্তর মেট্রিক টন ইউরিয়ার বরাদ্দ চারশত চুরানব্বই মেট্রিক টন ডিএপির বরাদ্দ সাতশত ত্রিশ মেট্রিক টন এমওপির বরাদ্দ দুইশত চল্লিশ মেট্রিক টন।
তিনি প্রশ্ন রেখে বলেন, যে সার তেরশত পঞ্চাশ টাকায় বিক্রি হওয়ার কথা সে সার কেনো দুইহাজার টাকা বস্তা বিক্রি হচ্ছে। এরপরও এই সার কার কাছে যাচ্ছে কোথায় যাচ্ছে তার জবাব দিতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, ‘টিএসপির বিক্রয় মূল্য থেকে যে অতিরিক্ত মুল্য কৃষকদের থেকে নেয়া হচ্ছে তাতে এ পর্যন্ত প্রায় তিন কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নেয়া হয়েছে।’
স্থানীয় প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনা করে সার সিন্ডিকেট ভেঙে দেয়ার আহ্বান জানিয়ে রাজু আরো বলেন, ‘এক সপ্তাহের মধ্যে যদি কৃষক ন্যায্য মূল্যে সার না পায় তাহলে জামায়াতে ইসলামী কৃষকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।’



