লালমনিরহাটে গাছ লাগানোকে কেন্দ্র করে ভাগিনার হাতে মামা নিহত

নিহত রহিজ উদ্দিন ওই এলাকার ভুট্টু মিয়ার ছেলে বলে জানা গেছে।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Lalmonirhat
ভাগিনার হাতে মামা নিহত
ভাগিনার হাতে মামা নিহত |নয়া দিগন্ত

লালমনিরহাটের পাটগ্রামে জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে ভাগিনার হাতে রহিজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার (১৮জুন) বিকেল সোয়া ৩টার দিকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার বিকেলে শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেলের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহিজ উদ্দিন ওই এলাকার ভুট্টু মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন বিকেলে নিহত রহিজ উদ্দিনের বাড়ির সীমানার আইলে গাছ লাগায় প্রতিবেশী সাহেব আলী (২৬)। এ নিয়ে রহিজ উদ্দিন ও সাহেব আলীর মধ্যে তর্ক শুরু হয়। তারা সম্পর্কে মামা ভাগিনা। তর্কের একপর্যায়ে সাহেব আলী উত্তেজিত হয়ে মামা রহিজ উদ্দিনকে ঘুসি মারলে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘লাশ ঘটনার দিন উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত রহিজ উদ্দিনের স্ত্রী জাহানারা সাহেব আলীসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।