মাদারীপুরের শিবচরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনটির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শপথ পাঠ, যুব প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন, যুব ঋণের চেক বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: বেলাল হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষা কর্মকর্তা আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে যুব সমাজের ভূমিকা অনন্য। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।’ যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
উল্লেখ্য, দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র্যালি, শপথ পাঠ, প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণ বিতরণ, সনদপত্র প্রদানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম।