বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনার কোল ঘেঁষা ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইব্রাহিম বাঞ্ছারামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আমান উল্লাহ ভূঁইয়া ছেলে। সে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইব্রাহিম বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় ইব্রাহিম পানির স্রোতের তোড়ে ভেসে যায়। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পরও শিশুটির কোনো সন্ধান না মেলায় চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। বিকাল ৪টার দিকে তারা ঘটনাস্থলে এসে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে খোঁজ না মেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেয়া ফয়সাল আহমেদ বলেন, বাচ্চারা নদীতে নেমে খেলা করছিলো। পরবর্তীতে নদীর স্রোতের সঙ্গে তাল মিলাতে না পেরে ইব্রাহিম ভেসে যায়। পরে আমরা স্থানীয়দের নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করি এবং ফায়ার সার্ভিসের অফিসে কল দেই।
বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সেন্টু চন্দ্র সেন বলেন, খবর পেয়েই আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি, পরবর্তীতে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। কয়েক ঘণ্টা অভিযান পরিচালনা করা হলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ পরিচালনা করা হবে।