পটুয়াখালীর দশমিনা উপজেলার একটি পুকুরে বিরল প্রজাতির একটি রাক্ষুসে সাকার মাছ ধরা পড়ার খবর এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের রণজিৎ শীলের পুকুরে এই মাছটি ধরা পড়ে।
পুকুরের মালিক রণজিৎ শীল জানান, দুপুরে তিনি শংকর চন্দ্র শীল ও নির্মল চন্দ্র শীলসহ বাড়ির লোকজন পুকুরে মাছ শিকার করতে যান, তখন তাদের জালে এই বিরল প্রজাতির মাছটি আটকা পড়ে। মাছটি ধরা পড়ার পর থেকে আশপাশের লোকজন এটি দেখতে ভিড় জমাতে থাকে।
এদিকে, মাছটির দেহ বাদামী রঙের, যাতে সারি সারি ছোট ছোট কাটা এবং কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এর এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে স্থানীয়রা মাছটিকে ‘টাগার মাছ’ নামকরণ করেছে। মাছটি মাথা থেকে লেজ পর্যন্ত ৪২ ইঞ্চি লম্বা এবং এর ওজন প্রায় সাড়ে ৯ শ’ গ্রাম।
মাছ শিকারী শংকর চন্দ্র শীল জানান, বাড়ির পুকুরে মাছ শিকার করতে গিয়ে তারা এই বিরল প্রজাতির মাছটি ধরেছেন। ধারণা করা হচ্ছে, পুকুরের পূর্ব পাশ দিয়ে প্রবাহিত খালের মাধ্যমে এই মাছ পুকুরে এসেছে। অবশেষে, মাছটিকে জীবিত অবস্থায় খালে ছেড়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার বলেন, মাছটি সাকার মাউথ ক্যাট ফিস নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হলো হাইপোসটোমাস প্লিকোসপোমাস। মৎস্য দফতরের পক্ষ থেকে মাছটি হত্যা না করে খালে বা নদীতে অবমুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে।