ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের চারদিন পর মাছের ফিশারি থেকে আলিফ খান (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত চারদিন আগে সে নিখোঁজ হয়।
রোববার (২২ জুন) বিকেলে পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেন।
মৃত শিশুটি উপজেলার স্বল্পছাপিলা এলাকার মো: কানন খানের ছেলে।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি মাছের ফিশারিতে আলিফ খানের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থল গিয়ে ফিশারির পানিতে ভাসমান অবস্থায় থাকা শিশুর লাশটি উদ্ধার করে। ঘটনাস্থলে এসে আলিফের পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন।
এর আগে গত ১৮ জুন (বুধবার) দুপুর ১টার পর থেকেই নিখোঁজ হয় শিশু আলিফ খান। ফেইসবুকে প্রচার ছাড়াও অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় বুধবার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
পাগলা থানায় ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পুলিশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।