পিরোজপুর-২ আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের প্রার্থিতা পরিবর্তনের দাবিতে ভান্ডারিয়ায় মশাল মিছিল অনুষ্ঠিত।

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Pirojpur
পিরোজপুর-২ আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
পিরোজপুর-২ আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল |নয়া দিগন্ত

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের প্রার্থিতা পরিবর্তনের দাবিতে ভান্ডারিয়া উপজেলায় মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির নেতা আলমগীর হোসেনের নেতৃত্বে বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিএনপির নেতা আলমগীর হোসেন জানান, পিরোজপুর-২ আসনে বিএনপি নেতা শিল্পপতি মাহমুদ হোসেনের বিকল্প নেই বলে দাবি করেন তারা।

তিনি দীর্ঘ ১৭ বছর বিএনপির নির্যাতিত নেতাকর্মীর পাশে ছিলেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জননন্দিত নেতা মাহমুদ হোসেনকে প্রার্থী করা প্রয়োজন, এমনকি তারা এ সিদ্ধান্ত নিতে দলের প্রতি আহ্বান জানান।