মেহেরপুরে ইজিবাইক চালক হত্যাকাণ্ডে একজনের মৃত্যুদণ্ড

আদালতে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ পেশ করে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদন গ্রহণ এবং সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত একমাত্র আসামি বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur
মেহেরপুরে ইজিবাইক চালক হত্যাকাণ্ডে একজনের মৃত্যুদণ্ড
মেহেরপুরে ইজিবাইক চালক হত্যাকাণ্ডে একজনের মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের ইজিবাইক চালক জামাল হোসেন (৫৪) হত্যা মামলার প্রধান আসামি বাচ্চু মিয়াকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার (২৮ ‍জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ এ এস এম নাসিম রেজা এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডিত বাচ্চু মিয়া মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ভাড়ার সন্ধানে মেহেরপুর শহরে আসেন নিহত জামাল হোসেন। আসামি বাচ্চু মিয়া ওইদিন সন্ধ্যায় জামাল হোসেনের ইজিবাইক ভাড়া করে নিয়ে যান মেহেরপুর শহরের শেখ পাড়ায়। কৌশলে তাকে একটি লিচু বাগানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইক ও মোবাইল নিয়ে পালিয়ে যান বাচ্চু মিয়া।

এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন মেহেরপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। পুলিশের তদন্তের একপর্যায়ে বাচ্চু মিয়া গ্রেফতার হন। তিনি জামাল হোসেনকে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেন আদালতে।

আদালতে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ পেশ করে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদন গ্রহণ এবং সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত একমাত্র আসামি বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মেহেরপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এসম এম সাইদুর রাজ্জাক জানান, রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে বিজ্ঞ বিচারক আসামির মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের সাজার আদেশ দিয়েছেন।

রায় ঘোষণার সময় আসামি বাচ্চু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। আদালেতের আদেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।