সিলেটের বিয়ানীবাজারে নিখোঁজের তিন দিন পর সুনীল আচার্য্য (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) সকালে পৌরশহরের খাসা এলাকায় নিজ বাড়ির অদূরে একটি পরিত্যক্ত নির্জন জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুনীল আচার্য্য পৌর এলাকার কসবা কুয়ারপার গ্রামের সুখময় আচার্যের ছেলে।
স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুর্গাপূজার দশমী দিনে রাত থেকে নিখোঁজ হন সুনীল আচার্য্য। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া না গেলে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে এলাকায় অত্যন্ত বিনয়ীভাবে চলাফেরা করতেন তিনি। কারো সাথে তাদের কোনো বিরোধ ছিল না। তার এমন মৃত্যুর কারণ কী তা কেউই বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিয়ানীবাজার থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।