গণঅভ্যূত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর ব্রাহ্মণবাড়িয়ার দেয়ালে মাদরাসাশিক্ষার্থীদের আঁকা দেশব্যাপী সারা জাগানো গ্রাফিতি ‘স্বাধীনতার সূর্যোদয়’র ওপর সাবেক ছাত্রলীগ নেতার ব্যানার দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এ নিয়ে জুলাই আন্দোলনের অংশীজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) আলোচিত এ গ্রাফিতিটির গ্ররুত্বপূর্ণ অংশের ওপর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক নেতা আরিফুর রহমান আরিফের ঈদ শুভেচ্ছার ব্যানার লাগানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামলাইলের গ্রামের ছাত্রলীগের সাবেক এ নেতা ছাত্রলীগের ইউনিয়ন, উপজেলা ও জেলার বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন বলে জানা যায়। বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী। তার অনুসারীরা এ ব্যানার লাগিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিস্ট হাসিনার পালানোর মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হবার পর দেশব্যাপী দেয়ালে দেয়ালে নানা উদ্দীপনাদীপ্ত স্লোগান ও গ্রাফিতে সাজিয়ে তুলেছিল শিক্ষার্থীরা। সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরাও দেয়ালে দেয়ালে তুলে ধরে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ‘আমরা নতুন দেশ গড়ব’, ‘বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘পানি লাগবে? পানি’, ‘রুখে দাও ষড়যন্ত্র’ এমন নানা স্লোগান ও গ্রাফিতিতে সেজেছিল ব্রাহ্মণবাড়িয়ার দেয়ালগুলোও। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় অবস্থিত খ্রিষ্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চের সীমানাপ্রাচীরে আঁকা ‘স্বাধীনতার সূর্যোদয়’ নামে মাদরাশিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এ অনন্য গ্রাফিতিটির ছবি এখনো দেশের বিভিন্ন সভা-সমাবেশের ব্যানার, বিজ্ঞাপন ও প্রকাশনায় চেতনার প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সারা জাগানো এ গ্রাফিতি এঁকেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) বিভাগের ছাত্র মোহাম্মদ ওমর ও ঢাকার জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার একই বিভাগের ছাত্র উসাইদ মোহাম্মদ।
গ্রাফিতিটির ব্যাকগ্রাউন্ডে সবুজ রং দিয়ে আমাদের সবুজ-শ্যামল বাংলাদেশের পরিচয় প্রকাশ করতে ভাঙ্গা দেয়ালে জরাজীর্ণ অবস্থায় মাত্র দেশে নতুন সূর্য উদয় হয়েছে-এমনটি ফুটিয়ে তোলা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বুঝাতে এতে জেলা ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, খ্রিস্টানদের চার্চের চিত্র আঁকা হয়।
গণঅভ্যূত্থানের মাত্র নয় মাস যেতে না যেতেই জুলাই চেতনাকে মুছে দিতে এমন ধৃষ্টতার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী জয়ন্তী বিশ্বাস ও রোহান মাহমুদ।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মো: মোজাফ্ফর হোসেন বলেন, ‘আমি এমন কোনো খবর পায়নি। এমন সুন্দর একটি গ্রাফিতির ওপর কোনো ব্যানার লাগানো দেখলে ছিঁড়ে ফেলে দিলেইতো হলো। এখানে পুলিশে কাজ কী?’