আজমানের মৃত্যুর ৩ দিন পর শোক প্রকাশ

শিক্ষার্থীদের ক্ষোভ এড়াতে রোববার ‘স্কলার্সহোম’ বন্ধ ঘোষণা

শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের অস্বাভাবিক মৃত্যুর তিনদিন পর শোক প্রকাশ করেছে স্কলার্সহোম কর্তৃপক্ষ।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
শিক্ষার্থীদের ক্ষোভ এড়াতে রোববার ‘স্কলার্সহোম’ বন্ধ ঘোষণা
শিক্ষার্থীদের ক্ষোভ এড়াতে রোববার ‘স্কলার্সহোম’ বন্ধ ঘোষণা |নয়া দিগন্ত

নিজেদের শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের (১৯) অস্বাভাবিক মৃত্যুর তিনদিন পর শোক প্রকাশ করেছে স্কলার্সহোম কর্তৃপক্ষ।

শনিবার (২০ সেপ্টেম্বর) স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজমানের মৃত্যুতে শোকপ্রকাশ করে রোববার স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের সব ধরণের শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়।

এদিকে, দানিয়ালের মৃত্যুর ঘটনায় রোববার স্কলার্সহোমে বিক্ষোভ করার কথা জানিয়েছিলেন আজমানের সহপাঠীরা। আজমানের এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আজমানের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোম কর্তৃপক্ষের দায় রয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থীর মধ্যেই ক্ষোভ বিরাজ করছে। রোববার এ ব্যাপারে ক্যাম্পাসে আমাদের সমবেত হওয়ার কথা রয়েছে। আজমানের মৃত্যুর ঘটনায় প্রশাসনের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেলে রোববার ক্যাম্পাসে বিক্ষোভ করার ব্যাপারেও আলাপ চলছিলো।’

তিনি বলেন, ‘আমাদের ধারণা প্রশাসন বিষয়টি আঁচ করতে পেরে বিক্ষোভ এড়াতে রোববার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে, না হলে মৃত্যুর তিন দিন পর শোক প্রকাশ করে এই বিজ্ঞপ্তি দেবে কেন?’

দ্বাদশ শ্রেণির আরেক শিক্ষার্থী শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তাদের সমবেত হওয়ার কথা জানিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও রোববার (২১ সেপ্টেম্বর) ক্যাম্পাসে যাওয়ার কথা জানান।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের (১৯) লাশ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় পুলিশ। তবে এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘স্কলার্সহোমের দ্বাদশ শ্র্রেণির শিক্ষার্থী আজমান আহমদ দানিয়ালের আকস্মিক মৃত্যুতে স্কলার্সহোম পরিবার গভীরভাবে শোকাহত। এ জন্য আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫ (রোববার) স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের সব ধরণের অ্যাকাডেমিক কার্যক্রম (শ্রেণি কার্যক্রম, পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ইত্যাদি) বন্ধ থাকবে।’

আজমানের মত্যুর খবরে ছড়িয়ে পরার পর থেকেই স্কলার্সহোম কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তার সহপাঠী ও ওই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এমনকি অনেক সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও স্কলার্সহোমের বিরুদ্ধে শিক্ষার্থী ও তাদের অভিভাকেদের সাথে খারাপ আচরণ, পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক না থাকা, শিক্ষার্থী খারাপ করলে ছাড়পত্র দিয়ে বের করে দেয়ার অভিযোগ তুলেন।

বৃহস্পতিবার বিকেলে আজমানের দাফন সম্পন্ন হয়। আজমানের মা ও সহপাঠীদের অভিযোগ, প্রি-টেস্ট পরীক্ষায় ফেল করায় আজমানের সাথে খারাপ ব্যবহার, অভিভাবকদের ডেকে এনে অপমান ও কলেজ থেকে ছাড়তে প্রদান করায় আত্মহত্যা করেন আজমান।

ছেলের অস্বাভাবিক মৃত্যুর পর আজমানের মায়ের বুকফাটা কান্না আর আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজমানের মা ভিডিওতে সিলেটের আঞ্চলিক ভাষায় স্কলার্সহোমে ডেকে নিয়ে মা-বাবাকে অপমান করার বর্ণনা দিয়েছেন। বলেছেন, ছেলেকে পরীক্ষার সুযোগ দিতে অনুরোধ করায় ছেলের সামনে আমাদেরকে (মা-বাবাকে) ‘দুর দুর’ করে তাড়িয়ে দিয়েছেন।

ছেলের মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে তিনি ভিডিওতে বলেছেন, তার নামাজি ও নফল রোজাদার ছেলের কোনো দোষ নেই। ভিডিওতে দেখা যায়, আক্ষেপ আর বুকফাটা কান্নায় তিনি ভেঙে পড়েছেন। বলছেন, ‘আর পড়ার দরকার নেই, সব পড়ার বই স্কলার্সহোমে নিয়ে ফেলে দাও। পড়াশোনা করার আর কোনো দরকার নেই।’

আজমানের মায়ের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ১ লাখের মতো শেয়ার হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে স্কলার্সহোম’র শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.) গণমাধ্যমকে বলেন, ‘৩/৪ দিন আগে আজমানের বাবাকে কলেজে ডেকে এনে এসব তথ্য জানানো হয়। এবং বলা হয়, এভাবে সে টেস্ট পরীক্ষায় উত্তীর্ন হতে পারবে না। আপনি চাইলে তাকে অন্য কলেজে নিয়ে যেতে পারেন। কোনো খারাপ ববহার করা হয়নি।’

প্রি-টেস্টে অকৃতকার্য হলে ছাড়পত্র প্রদান করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কাউকে ছাড়পত্র দেই না। সে এখতিয়ারও আমাদের নেই। এটি শিক্ষাবোর্ড অনুমোদন করে। তবে খারাপ ছাত্রদের অভিভাবদের আমরা অনুরোধ করি- যেহেতু এখানে সে ভালো করতে পারছে না, তাই আপনারা চাইলে অন্য কলেজে নিয়ে যেতে পারেন।’

শিক্ষার্থীরা খারাপ ফল করলে অভিভাবদের ডেকে এনে দুর্ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেন, ‘আমরা কারো সঙ্গেই দুর্ব্যবহার করি না। তবে বড় ক্লাসের অনেক শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করলে বাসায় গিয়ে জানায় না। তাই আমরা অভিভাবদের ডেকে এনে শিক্ষার্থীদের ফলাফল জানাই। তার প্রতি বাড়তি মনোযোগ দিতে অনুরোধ করি। শিক্ষার্থীদের ভালোর জন্যই এসব করি।’

এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে।

পুলিশের এই পোস্টে বলা হয়েছে, ‘প্রি-টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হ‌ওয়ায় কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল আজমানের অভিভাবকদের ডাকেন। তারা দুই তিনদিন আগে কলেজে গেলে শিক্ষকরা জানান, প্রি-টেস্টপরীক্ষার রেজাল্ট খারাপ হ‌ওয়ায় আজমানকে আগামী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। রেজাল্ট খারাপ হ‌ওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মন খারাপ হয়। এর মধ্যে বুধবার অন্য একটি কলেজে থেকে ফিরে বাসায় এসে সে আত্মহত্যা করে।’