চাকসু ভিপি ইব্রাহিম রনি

৫৪ বছরে ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি

‘৫৪ বছরের ইতিহাসে উন্নয়নের ধুঁয়া তুলে নেতারা নিজেদের উন্নয়ন করেছেন, জনগণের উন্নয়ন হয়নি। তারা যদি বিদেশে টাকা পাচার না করতেন, কানাডায় বেগম পাড়া না বানাতেন তাহলে বাংলাদেশটাও সিঙ্গাপুরের মত হতে পারতো।’

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
বড়াইগ্রামে চাকসু ভিপি ইব্রাহিম রনি
বড়াইগ্রামে চাকসু ভিপি ইব্রাহিম রনি |নয়া দিগন্ত

‘ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি’ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি বলেছেন, ‘৫৪ বছরের ইতিহাসে উন্নয়নের ধুঁয়া তুলে নেতারা নিজেদের উন্নয়ন করেছেন, জনগণের উন্নয়ন হয়নি। তারা যদি বিদেশে টাকা পাচার না করতেন, কানাডায় বেগম পাড়া না বানাতেন তাহলে বাংলাদেশটাও সিঙ্গাপুরের মত হতে পারতো।’

রোববার বিকালে ছাত্রশিবিরের বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।

ইব্রাহিম রনি বলেন, ‘কোটা আন্দোলন সরকার পতনের আন্দোলন ছিল না। কিন্তু সরকার ৫ বছরের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধকে গুলি করে হত্যা করে আন্দোলন দমাতে চেয়েছে। এতে বরং আন্দোলন স্ফুলিঙ্গের আকার ধারণ করেছে। ফলশ্রুতিতে জুলাই আন্দোলনে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘জুলাইয়ের শহীদদের পুনর্বাসন ও আহতদের চিকিৎসায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সরকার পরিকল্পিত ভাবে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা, শাপলা চত্ত্বর হত্যা, আল্লামা সাঈদীসহ জামায়াত নেতাদের জুড়িশিয়াল কিলিংয়ের জন্য দায়ীদের বিচার করেছে।’

এ সময় প্রধান অতিথি নাটোরে গ্যাস প্রদান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ, চলনবিলকে পর্যটনকেন্দ্র ঘোষণা ও চলনবিলের মাছকে বিদেশে রপ্তানীর সুযোগ সৃষ্টির জন্য সরকারের কাছে আহ্বান জানান।

বড়াইগ্রাম ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান ও সেক্রেটারি আবু সাঈদ রনি, মসজিদ মিশন অ্যাকাডেমির জেলা সভাপতি মাওলানা আবুল হোসাইন, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি মাওলানা হাসানুল বান্না উজ্জল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক আবু সাঈদ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি প্রভাষক আবু তালেব, জেলা ছাত্রশিবিরের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল আহমেদ, গুরুদাসপুর উপজেলা সভাপতি মতিউর রহমান, ছাত্রশিবির নেতা শরিফুল ইসলাম, কাওছার আহমেদ ও বায়েজিদ বোস্তামী বাদল বক্তব্য রাখেন। পরে সন্ধ্যায় পাবনার অনির্বাণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।