বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৯ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ৩ জেলে

‘স্থানীয় জেলেরা সাগর থেকে আসার পথে তাদেরকে ভাসতে দেখে আমাদেরকে সংবাদ দেয় আমরা গিয়ে নয়জন জেলেকে জীবিত উদ্ধার করে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি এবং স্বজনদের খবর দিয়েছি।’

রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী)

Location :

Patuakhali
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৯ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ৩ জেলে
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৯ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ৩ জেলে |নয়া দিগন্ত

মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরের পায়রা চ্যানেলের শেষ বয়ার কাছে রোববার (৬ জুলাই) ১২ জন জেলেসহ ডুবে যায় ‘এফবি সাইফুল’ নামের একটি মাছ ধরার ট্রলার।

টানা চারদিন পর বৃহস্পতিবার (১০ জুলাই) সাগর থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।

জানা গেছে, উদ্ধার হওয়া নয়জন জেলের মধ্যে সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা। রাঙ্গাবালীর নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম নয়জনকে জীবিত উদ্ধার করে চরমোন্তাজ মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।

ট্রলারে মাঝি জানান, গত রোববার বৈরী আবহাওয়ায় সাগরে উত্তাল ঢেউ থাকায় ১২ জনসহ ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়ার চারদিন পরে ১২ জন জেলের মধ্যে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ আছেন তারা বেচে আছে কিনা তা আমরা জানি না।

রাঙ্গাবালীর (চরমোন্তাজ) নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহিদুল ইসলাম জানান, স্থানীয় জেলেরা সাগর থেকে আসার পথে তাদেরকে ভাসতে দেখে আমাদেরকে সংবাদ দেয় আমরা গিয়ে নয়জন জেলেকে জীবিত উদ্ধার করে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি এবং স্বজনদের খবর দিয়েছি। স্বজনরা আসলে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।