খাগড়াছড়িতে ফেলে রাখা কার্টনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জেলা শহরের পৌরসভা সংলগ্ন ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
পুলিশ লাশ উদ্ধার করছে
পুলিশ লাশ উদ্ধার করছে |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে বাঁশঝাড়ের মধ্যে ফেলে রাখা একটি তেলের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জেলা শহরের পৌরসভা সংলগ্ন ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

সুরতহালের জন্য উদ্ধার হওয়া নবজাতকের লাশটি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ওসি বলেন, শাপলা চত্বর সংলগ্ন ব্রিজের পাশে বাঁশঝাড়ের ভেতর একটি তেলের খালি কার্টনে একটি নবজাতক শিশুকে কে বা কারা মৃত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।