মুন্সীগঞ্জের গজারিয়ায় দু’টি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।
মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, প্রথমে আউয়াল হোসেনের ফার্নিচারের দোকানে আগুন লাগে। পরে তা পাশের কামরুল ইসলামের দোকানেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফিরোজ মিয়া বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
দোকান মালিক আউয়াল হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। রাত ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে দোকানে আগুন লেগেছে। আমার ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’