টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে টাঙ্গাইল সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মো: হেলাল উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন এবং টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, ড. আবদুর রাজ্জাকের নামে ৫ আগস্টের হত্যা মামলাসহ একাধিক মামলা হয়। এসব মামলায় এজাহারভুক্ত আসামি হেলাল চেয়ারম্যান। তিনি ৫ আগস্ট সরকার পতনের পর থকে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তাকে টাঙ্গাইল সদর থানা পুলিশ গ্রেফতার করে।
ওসি আরো জানান, আমি টাঙ্গাইল সদর থানায় যাওয়ার পর আমার কাছে তাকে হস্তান্তর করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল-হাজতে পাঠানো হবে।