ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে কেরামত আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে দু’টি ফেরি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিসি জানায়, হাড়-কাঁপানো শীত আর ঘন কুয়াশায় চারপাশের কিছুই দেখা যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো: সালাহউদ্দিন জানান, কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।



