মলত্যাগ করিয়ে মিললো প্রায় কোটি টাকার স্বর্ণ

আটক ব্যক্তিকে মলত্যাগ করানো হলে টেপ মোড়ানো দুটি পোটলা বেরিয়ে আসে। পোটলাগুলো খুলে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বার আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

আটক রাজ রকি
আটক রাজ রকি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে ৬টি স্বর্ণের বারসহ রাজ রকি (৩২) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে জীবননগর থানা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ছয়টি স্বর্ণের বারের ওজন ৭২৮.৯৬ গ্রাম। আর যার আনুমানিক মূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০টাকা।

আটককৃত রাজ রকি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বর্ণের বিষয়ে কোনো তথ্য দেননি। পরে তাকে মলত্যাগ করানো হলে মলদ্বার থেকে টেপ মোড়ানো দুটি পোটলা বেরিয়ে আসে। পোটলাগুলো খুলে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের বার আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।