জুলাই শহীদদের স্মরণ

বোরহানউদ্দিনে জামায়াতের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

এই আয়োজনের মাধ্যমে শুধু শহীদদের স্মরণ নয়; বরং সমাজে মানবিক চেতনা জাগিয়ে তোলার প্রয়াসও ছিল চোখে পড়ার মতো।

Location :

Burhanuddin

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত ও আহত, পঙ্গু ভাইদের আরোগ্য কামনায় এক মানবিক আয়োজনে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল শহীদদের স্মরণে ও আহতদের প্রতি দোয়া ও সহানুভূতির এক মানবিক ও নৈতিক দায়িত্বের বহিঃপ্রকাশ। আয়োজকরা বলেন, আল্লাহ তায়ালা যেন শহীদদের কবুল করেন এবং আহত ভাইদের পূর্ণ সুস্থতা দান করেন। এই স্মৃতিচারণ ও মানবিক দায়িত্ব পালনের ক্ষুদ্র প্রয়াস আল্লাহ কবুল করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসলিম জনতা ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে শুধু শহীদদের স্মরণ নয়; বরং সমাজে মানবিক চেতনা জাগিয়ে তোলার প্রয়াসও ছিল চোখে পড়ার মতো।