সিলেটে ৩ দিনে ডেভিল হান্ট-টু অভিযানে আটক ৮৩

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন ও জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট-টু’ কার্যক্রমের আওতায় সিলেট জেলা ও মহানগরে তিন দিনে ৮৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গত চার দিনে সিলেট মহানগর এলাকায় ৪৭ ও সিলেট জেলায় তিন দিনে ৩৬ জন আটক হন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন ও জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট মহানগর এলাকায় গত চার দিনে ৪৭ জনকে আটক করা হয়েছে। রোব, সোম, মঙ্গল ও বুধবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা জিআর মামলা, বিস্ফোরক ও দণ্ডবিধির বিভিন্ন ধারার মামলায় সন্দেহভাজন আসামি।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিনে নতুন করে চারজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর আগে মঙ্গল ও বুধবার ২ দিনে আটক হন নয়জন।

তারা হলেন- এয়ারপোর্ট থানার সুবিদবাজার এলাকার মরহুম মানিক মিয়ার ছেলে মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ (৪০), কোতোয়ালী থানার লালদিঘীরপাড় ঘাসিটুলা এলাকার হাজী মকবুল হোসেনের ছেলে যুবলীগ নেতা আহমেদ হোসেন মুন্না (৩১), এয়ারপোর্ট থানার মংলীরপাড় এলাকার মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: তারা মিয়া (৬৪), এয়ারপোর্ট থানার দেবাইরবহর এলাকার মোস্তফা মিয়ার ছেলে আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী বলি (৪৮), মৌলভীবাজার কুলাউড়া থানার স্টেশন রোড বরমচাল এলাকার মরহুম ইদ্রিছ আলীর ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন (৫৬), মোগলাবাজার থানার শেখপাড়া এলাকার গুলজার আহমদের ছেলে মো: ইয়াহিয়া (৪২), জালালাবাদ থানার মোগলগাঁও এলাকার সুনু মিয়ার ছেলে সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মো: দিলোয়ার হোসেন (৪৫), জকিগঞ্জ থানার বাহ্মনগাঁও মানিকপুর এলাকার মরহুম খোকা দাশের ছেলে বিজিতলাল উজ্জল ওরফে নিধিররঞ্জন (৩৫) ও মোগলাবাজার থানার শেখপাড়া এলাকার মরহুম রমিজ উল্লাহর ছেলে নূরুল ইসলাম (৬০)। আটক ব্যক্তি সবাই বর্তমানে সিলেট মহানগরের বিভিন্ন থানায় বসবাস করছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে জানান, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। চলমান ডেভিল হান্ট-টু অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, ডেভিল হান্ট-টু শুরুর পর থেকে এখন পর্যন্ত মহানগর এলাকা থেকে চার দিনে মোট ৪৭ জনকে আটক করা হয়েছে।

এদিকে সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন দিন (সোম, মঙ্গল ও বুধবার) জেলার আওতাধীন সকল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে বুধবার আটক হয়েছেন ১২ জন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।