নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জামিলুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি নিহত হন। নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তিনি কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পরে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পিবিআই পুলিশকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে আইনিপ্রক্রিয়া সম্পূর্ণ করে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।