ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে সকাল ১০টা থেকে ফেরি চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কবলে পড়ে দুর্ঘটনার আশঙ্কায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যরাতের পর থেকেই নৌপথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে চ্যানেলের দিকনির্দেশক মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে করে নিরাপদ নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো: সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় ফেরি চলাচল পুনরায় চালু করা হবে এমন সিদ্ধান্ত ছিল।
তবে এ নৌরুটে ছোট বড় ১৪টি ফেরি চালু থাকায় ঘাটে কোনো গাড়ির যানজট হচ্ছে না।



