জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে ।
বুধবার (৯ জুলাই) দুপুরে গ্রেফতারদের জামালপুর কোর্টে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আশরাফুল ইসলাম (মেম্বার), মামলার প্রধান আসামি রাশেদুর রহমান পাপ্পু ও বাদশাহ মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরনের অপরাধে জড়িত ছিলেন। ধর্ষণ মামলায় তার সম্পৃক্ততা উঠে আসার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়।
ধর্ষণের শিকার নারীর করা মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে উপজেলার জানকিপুর মানজালিয়ায় ভাড়া বাসায় বসবাস করছেন ওই গৃহবধূ। তার স্বামী সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ২৫ মে ধর্ষণের শিকার নারী অটোগাগিতে করে নিলক্ষীয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মানজালিয়ার উত্তর পাশে শাহিনের দোকানের সামনে আসলে তাকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামানো হয়। পরে নিলক্ষীয়া উত্তর পাড়া সাকিনের জনৈক ফরিদের পরিত্যিক্ত বাড়ির রান্নাঘরে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ধর্ষণ মামলা করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি ৪ জন ও অজ্ঞাতনামাসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।