নরসিংদীর শিবপুরে নিখোঁজের চব্বিশ দিন পর আব্দুল্লাহ (১২) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামের থার্মেক্স ইন্ডাস্ট্রির পানি শোধনাগারের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সে সেকান্দরদী মধ্যপাড়া উম্মুল হাফিয়া মাদরাসা হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।
এ বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার এসআই অজয় বালা।
পুলিশ ও স্বজনরা জানান, আব্দুল্লাহ গত মাসের বাইশ নভেম্বর সকাল হতে মাদরাসা থেকে নিখোঁজ ছিলো। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও না পেয়ে গত ১ ডিসেম্বর পলাশ থানায় আব্দুল্লাহর মা মোসা: পারুল বেগম সাধারণ ডায়েরি করেন।
আজ ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে পানি শোধনাগারের সিকিউরিটি গার্ড মো: আ: আউয়াল ড্রেনের মুখে লাশ দেখতে পেয়ে কারখানা কর্তৃপক্ষকে জানায় এবং শিবপুর মডেল থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শনাক্তের চেষ্টা করেন।
নিহত আব্দুল্লাহর স্বজনরা খবর পেয়ে সকাল পোনে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেন।
নিহতের পারুল বেগম জানান, তার ছেলে হাফেজিয়া মাদরাসায় থেকে পড়তেন। গত ২২ নভেম্বর সকালে তার ছেলে মাদরাসা থেকে বের বাড়িতে আসেনি। আমরা খোঁজাখোঁজি করে না পেয়ে ১ ডিসেম্বর পলাশ থানায় সাধারণ ডায়েরি করি।
এরপরও ছেলেকে পেতে খোঁজাখোঁজি অব্যাহত রাখি। আজ সকালে খবর পাই শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচরে একটি লাশ পাওয়া গেছে। আমরা সকাল পোনে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি এটা আমার ছেলের লাশ।
শিবপুর মডেল থানার এসআই অজয় বালা জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল করেন। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ফুলে, নরম হয়ে গেছে।ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা গত দুই তিনের মধ্যে তাকে কোন এক সময় হত্যা করে এখানে ফেলে রেখে চলে যায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর রহমান বলেন, আব্দুল্লাহ নামের এক মাদরাসা ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



