অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযানে

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান

চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিপুল প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
ছবি : নয়া দিগন্ত

খাগড়াছড়িতে পাঁচ অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। এ সময় চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিপুল প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে অপহরণ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কারবারিপাড়ায় যৌথবাহিনী অভিযান চলাকালে ইউপিডিএফের এ গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে যৌথ বাহিনীর ওই এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পায়। অভিযান চলাকালে তালা বন্ধ দেখে সন্দেহ হলে পাড়ার লোকজনের সাহায্যে তালা ভেঙ্গে একটি ঘর তল্লাশি চালানো হয়। এ সময় ওই আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত তিন জোড়া পোশাক ও ১৯টি ইউনিফর্মের প্যান্ট, পিস্তলের গুলি, ১টি ল্যাপটপ, কয়েকটি ওয়াকি-টকি সেট, দু’টি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, একটি ক্যামেরা, একটি প্রিন্টার, সেলাই মেশিন, তাবু, নেট, পণবন্দী আটকে রাখার লোহার চেইন, ক্যাপ, খাবারের তৈজসপত্র ও খাবারের কাঁচামাল, প্রোপাগান্ডা সামগ্রী, সন্ত্রাসীদের চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরবর্তীতে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, বুধবার (১৬ এপ্রিল) সকালে বৈসাবি উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে পাঁচ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেয়া হয়। এ ঘটনায় শুরু থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।