বঙ্গোপসাগরে নিখোঁজ পাঁচ জেলে ফেরেনি আজও

সাত দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে পরিবারসহ স্থানীয় জেলেদের মাঝে।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali

গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলের এখনো কোনো খোঁজ মেলেনি। সাত দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে পরিবারসহ স্থানীয় জেলেদের মাঝে।

নিখোঁজ জেলেরা হলেন- পটুয়াখালী কুয়াকাটার ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে একটি লাল রঙের ফাইবার নৌকা নিয়ে তারা ধুলাশ্বারের জেলে ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাধারণত দুই দিনের মধ্যেই তারা ঘাটে ফিরে আসেন। তবে এবার সাত দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস জানান, ‘আমার ভাইসহ আরো চারজন জেলে সমুদ্রে গিয়েছিল। এখন পর্যন্ত কোনো খবর না পেয়ে আমরা দিশেহারা। ধারণা করছি, নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে।’

স্থানীয় জেলেরা বলছেন, ‘নিখোঁজের ঘটনায় নতুনপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিবারের সদস্যরা প্রিয়জনের খোঁজে ব্যাকুল হয়ে দিন গুণছেন।’

স্থানীয় আড়ৎদার সগীর বুড়া জানান, ‘ওই নৌকায় আমারও বিনিয়োগ ছিল। এখনো তাদের কোনো সন্ধান নেই। পরিবারগুলোর অবস্থা অত্যন্ত করুণ।’

এদিকে নিখোঁজ জেলেদের খোঁজে স্থানীয়ভাবে তল্লাশি চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। ইতোমধ্যে বিষয়টি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশের এসআই মনিরুল ইসলাম জানান, ‘আমরা বিষয়টি জানার পর থেকেই কোস্টগার্ডের সাথে যোগাযোগ রাখছি। আবহাওয়া অনুকূলে এলে উদ্ধার অভিযান জোরদার করা হবে।’